কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
কালের স্বাক্ষী বহনকারী পদ্মা নদীর তীরে গড়ে উঠা হরিরামপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সুতালড়ী ইউনিয়নপরিষদ। এর ভৌগোলিক অবস্থান উত্তরে বয়ড়া হারুকান্দি ইউনিয়ন পরিষদ, ধুলশুড়া ইউনিয়নপরিষদ, পশ্চিমে লেছড়াগঞ্জ ইউনিয়নপরিষদ, দক্ষিণে আজিম নগর ইউনিয়ন পরিষদ । সুতালড়ী ইউনিয়নে বিভিন্ন পেশার লোকজন বসবাস করে যেমন- কামার, কুমার, জেলে, তাঁতী, ধোপা, কৃষক, ঋষি প্রভৃতি। সুতালড়ী ইউনিয়নের অধিকাংশ জায়গা পদ্মা নদী গর্ভে বিলীন। যে টুকু জায়গা আছে তাও পদ্মা নদীর তীর ঘেঁষে।
কাল পরিক্রমায় আজ সুতালড়ী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১১ নং সুতালড়ী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – (বর্গ মাইল)
গ) লোকসংখ্যা – ৭,০০০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৪ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯টি।
চ) হাট-বাজারেরসংখ্যা – নাই
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ট্রলার+ পায়ে হেটে
জ) শিক্ষার হার – ৬০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ঞ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা-
সরকারী প্রাথমিক বি: | সরকারী উচ্চ বি: | বেসরকারী উচ্চ বি: | বেসরকারী কলেজ | বেসরকারী মাদ্রাস | এতিমখানা |
|
৪ | ০ | ০ | ০ | ০ | ০ |
|
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আব্দুস সালাম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – পদ্মা নদী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস